নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে সমাজকর্মী মেধা পাটেকরকে দিল্লি পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে। শুক্রবারই তাঁকে সাকেত আদালতে তোলা হবে। বুধবার দিল্লি আদালত মেধা পাটেকরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। দিল্লির এলজি ভিকে সাক্সেনার মানহানির মামলায় প্রবেশন বন্ড জমা দেওয়ার এবং ১ লক্ষ টাকা জরিমানা জমা দেওয়ার আদেশ লঙ্ঘন করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)