/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিন্দুর এখনও চলছে’ এমনটাই কিছুক্ষণ আগে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এবার সামনে এলো প্রমাণ। ফের একবার পাকিস্তানের চালকে দুর্মূষ করে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে চুড়ে চুরমার করে দিল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করলো ভারত।
যা জানা যাচ্ছে, অপারেশন সিন্দুর-এর প্রত্যাঘাতের পর গতকালের রাত ছিল ভারতের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা পাকিস্তান বলেছিল, এই হামলার কড়া জবাব দেবে তারা। ভারতের জঙ্গি ঘাঁটি ধ্বংসের বদলা হিসাবে তারা বেছে নেয় ভারতের ১৫টি সেনা ক্যাম্পকে। সেখানে মিসাইল স্ট্রাইকের পরিকল্পনা ছিল পাক সেনাবাহিনীর। আর তাঁদের সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দিল ভারতীয় সেনাবাহিনী।
Indian Air Force S-400 Sudarshan Chakra air defence missile systems were fired last night against targets moving towards India. The targets were successfully neutralised in the operation say multiple domain experts to ANI. Official Government confirmation awaited. https://t.co/MhPOyydK8Xpic.twitter.com/qHo1tjukdF
— ANI (@ANI) May 8, 2025
যা জানা যাচ্ছে, অমৃতসর, লুধিয়ানা, শ্রীনগর, পাঠানকোট, চন্ডীগড়, অবন্তীপোরা, জম্মু, ভাটিন্ডা, জলন্ধর, ভুজ, কাপুরথালা, আদমপুর, পুঞ্চ, মেন্ধর এবং রাজৌরি এই ১৫টি সেনা ক্যাম্পে মিসাইল স্ট্রাইকের পরিকল্পনা ছিল পাকিস্তানের। তবে ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম তাঁদের সেই পরিকল্পনা সম্পূর্ণ বানচাল করে দেয়। এই প্রথম ভারত S-400 সুদর্শন চক্র মিসাইল ব্যবহার করল পাকিস্তানকে প্রতিহত করতে। সঠিক লক্ষ্যমাত্রায় আঘাত হেনে তাঁদের বুঝিয়ে দিল ভারত ঠিক কতোটা শক্তিশালী।
This morning, the Indian Armed Forces targeted Air Defence Radars and systems at a number of locations in Pakistan. Indian response has been in the same domain with same intensity as Pakistan. It has been reliably learnt that an Air Defence system at Lahore has been neutralised.… pic.twitter.com/z2OexT2nJP
— ANI (@ANI) May 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us