‘বিস্ফোরণ হবে!’— আতঙ্কে চিৎকার যাত্রীদের, শেষমেশ অলৌকিকভাবে বেঁচে ফিরল স্পাইসজেটের উড়ান

মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেট ফ্লাইট SG670-এ মাঝআকাশে এক ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটি রাত ১১:৩৮-এ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় রক্ষা পায় শতাধিক যাত্রী। বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা জারি হয়েছিল।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-11-10 at 1.45.22 PM

নিজস্ব সংবাদদাতা: রুদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরল শতাধিক যাত্রী। শনিবার গভীর রাতে মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেটের SG670 বিমানে এক ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায় মাঝআকাশে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানটি দ্রুত জরুরি সংকেত পাঠায় কলকাতা বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে জারি হয় পূর্ণ জরুরি অবস্থা (Full Emergency Alert)। এয়ার ট্রাফিক কন্ট্রোল ও দমকল বাহিনী প্রস্তুত অবস্থানে আসে। রাত প্রায় ১১টা ৩৮ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পরও পাইলট সাহস ও অভিজ্ঞতায় বিমানটি কলকাতায় নিরাপদে নামান। সমস্ত যাত্রী ও ক্রু সদস্য অক্ষত রয়েছেন।”

বিমানবন্দরে উপস্থিত জরুরি পরিষেবার সদস্যরা সঙ্গে সঙ্গে বিমান ঘিরে ফেলেন, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি বা আগুনের ঝুঁকি পরীক্ষা করা হয়। সৌভাগ্যবশত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

Flight

একজন যাত্রী জানান, “হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, আলো ঝলসে উঠল। সবাই চিৎকার শুরু করল। মনে হচ্ছিল আর বাঁচব না।”

স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনের ত্রুটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে বিমানটি প্রযুক্তিগত পরীক্ষার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

দীর্ঘ ২ ঘণ্টা রুদ্ধশ্বাস পরিস্থিতির পর স্বস্তি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। রাত ১১টা ৩৮ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।