spice jet

WhatsApp Image 2025-11-10 at 1.45.22 PM
মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেট ফ্লাইট SG670-এ মাঝআকাশে এক ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটি রাত ১১:৩৮-এ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় রক্ষা পায় শতাধিক যাত্রী। বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা জারি হয়েছিল।