১৮ বছরের নিঃসঙ্গ অন্ধকার — মুম্বই বিস্ফোরণ মামলায় নির্দোষ প্রমাণিত ১২ যুবক, এবার কাদের জবাবদিহি?

আসাদউদ্দিন ওয়াইসি মুম্বই ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে বোম্বে হাইকোর্টের রায়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
mumbai train blast


নিজস্ব সংবাদদাতা: ২০০৬ সালের মুম্বই উপনগর রেল বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ মুসলিম যুবককে অবশেষে নির্দোষ ঘোষণা করেছে বম্বে হাইকোর্ট। দীর্ঘ ১৮ বছর পর এই রায় ঘোষণার পর দেশজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য ও বিতর্ক। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি প্রশ্ন তুলেছেন— “১৮ বছর ধরে ১২ জন নিরপরাধ মুসলিম যুবক জেল খেটেছে, তাদের জীবনের মূল্য কে দেবে? তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে সরকার?” এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে ওয়াইসি লেখেন, “১২ মুসলিম পুরুষ জেলে কাটালেন ১৮ বছর, যেই অপরাধ তারা করেননি। তাদের যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ। ১৮০টি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, শতাধিক আহত। তাদের জন্যও কোনো বন্ধ দরজা খোলেনি। তাহলে কি মহারাষ্ট্র ATS-এর তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার?”

Asaduddin Owaisi

বম্বে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, এই মামলায় প্রসিকিউশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অভিযোগ প্রমাণ করতে। স্বীকারোক্তিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এমনকি অভিযুক্তদের ওপর নির্যাতনের কথাও উঠে এসেছে রায়ে। আদালতের মতে, গোটা তদন্ত ছিল গুরুতর ত্রুটিপূর্ণ।

twitter post

এই রায়ের পর নতুন করে আলোচনায় এসেছে প্রশ্ন— যাদের জীবন থেকে কেড়ে নেওয়া হল ১৮টি বছর, তারা কি কখনও পূর্ণ মুক্তি পাবে? আর যারা তদন্তে গাফিলতি করলেন, তারা কি থেকে যাবেন ধরা-ছোঁয়ার বাইরে?