Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Y5GBPl5esOUDmoargTCI.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ইসরায়েলের তেল আবিবের আকাশে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামসের সন্ত্রাসীরা। ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে তেল আবিবে রকেট নিক্ষেপের পর সাইরেন বাজানো হচ্ছে। এসবের মধ্যে তেল আবিবের আকাশে রকেট হামলা থামানোর চেষ্টা করেছে ইসরায়েলি বাহিনী। রকেট হামলা থামানোর সময় তেল আবিবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেখুন ভিডিও-
#WATCH | Israel-Hamas conflict: Loud explosion heard as rockets being intercepted over the skies of Tel Aviv. pic.twitter.com/dEHB9Im8D8
— ANI (@ANI) October 13, 2023