/anm-bengali/media/media_files/rdYmyKs1xHVSv0l8WVIo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। জেনে নিন আজ কেমন যাবে মীন রাশির জাতকদের।
মীন রাশি: আজ আপনার ভাই অথবা বোন আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বাড়ির কাজকর্মগুলি আপনি আজ শেষ করতে পারেন। যার ফলে কিছুটা সময় অতিবাহিত হবে। কোনো স্থগিত পরিকল্পনা আজ চূড়ান্ত রূপ নিতে পারে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। তবে সেই সময়টি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে। কাজ করার সময় বা চলাফেরার সময় সতর্ক থাকতে হবে, সামান্য আঘাতের আশঙ্কা রয়েছে। নিজের বিনোদনের কথাও ভাবতে হবে।