/anm-bengali/media/media_files/2025/05/08/Et0EAaOWA6kFOA4v73QB.webp)
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে রাজস্থানের জয়সলমেরে আকাশে হঠাৎই কয়েকটি পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে। তবে সঙ্গে সঙ্গেই সক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা ও সেনার এয়ার ডিফেন্স। সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়, কোনওটিই মাটিতে নামতে পারেনি।
/anm-bengali/media/media_files/2025/05/09/9tnMsXuw91N4dtwHMaLC.jpg)
এক স্থানীয় বাসিন্দা জানান,“বিস্ফোরণের শব্দ শুনেছিলাম, কিন্তু সবটাই আকাশে। কোথাও কোনও ক্ষতি হয়নি। এখন চারপাশে শান্তি, ভয়ের কিছু নেই।”ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরেছে। সেনার দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট স্থানীয়রা।
#WATCH | Rajasthan | A local says, "All the Pakistani drones were neutralised...There is peace and no fear among the people. We are with the Indian Air Force and Army. We heard the explosions, but none of the explosions happened on land."
— ANI (@ANI) May 9, 2025
Pakistani drones were intercepted by… pic.twitter.com/0XZhoiXpNQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us