/anm-bengali/media/media_files/ceQL9ID5zLwMiVv8kull.webp)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার তৈরী হয়েছে দুইরাশির চাকরির যোগ। ভাগ্য বদলে যাবে এই দুই রাশির জাতকদের। জেনে নিন কোন ২ রাশির আজ মিলবে চাকরি ।
কন্যা রাশি- আত্মসংযমী থাকতে হবে। চাকরিতে উন্নতির সুযোগ মিলবে। বদলির সুযোগ আছে। পরিবারের নিয়ে বিব্রত থাকবেন। বাড়তি পরিশ্রম হবে। চাকরিতে কাজের ভার বাড়বে।
বৃশ্চিক রাশি- কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। চাকরিতে উন্নতির সুযোগ মিলবে। আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবনে সুখ কমবে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে।