কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ
বডি ক্যামেরার ব্যবহার করবে পুলিশ ! পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়াতে গ্রহণ করা হল বিশেষ ব্যবস্থা

প্রাক্তন পৌর পিতার বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন

author-image
Harmeet
New Update
প্রাক্তন পৌর পিতার বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন

কার্তিক সাহা, বনগাঁ: সাম্প্রতিক বনগাঁর প্রাক্তন পৌর পিতা শংকর আঢ্য ২০১৫ সালের নির্বাচন প্রসঙ্গে বিজয় সম্মিলনী থেকে যে বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দ্বীপ দেবনাথ বনগাঁতে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাগলের প্রলাপ শুরু করেছে । আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রত্যেকে নির্বাচনে জিতী অবশ্যই জানা দরকার আমাদের সাথে জামা প্যান্ট নেই মমতা ব্যানার্জির ছবি ও তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে ২০১৫ সেই ভাবে মানুষের কাছে ভোট চেয়ে জিতেছিলাম । বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান ও তাঁর স্ত্রী কিভাবে জিতেছিল ওঁরা ওঁদের বুকে হাত রেখে ঠাকুরের সামনে বলুক । এখন বলি প্রাক্তন চেয়ারম্যান কে বাদ দিয়ে বনগাঁর মানুষ বেশি খুশি । সাধারণ মানুষ অত্যাচারিত ওঁর দ্বারা । এছাড়াও নানা বিষয় নিয়ে প্রাক্তন পৌর পিতাকে আক্রমণ করা হয় সাংবাদিক সম্মেলন থেকে । এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন এখন প্রাক্তন পৌর পিতাকে ঝেড়ে ফেলার জন্য তৃণমূল কংগ্রেস বলছে । ও যা যা করেছে তৃণমূল কংগ্রেস জানতো না । বনগাঁর মানুষ এর বিচার করেছে ২০১৯ সালে । পরবর্তীতে ২০২১ ও মানুষ রায় দিয়েছে ।