New Update
/anm-bengali/media/post_banners/eHp7tSa1IDfMuKypVfe1.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ লোকাল ট্রেন শুরুর দাবীতে বিক্ষোভ সিপিআইএমের। সোমবার আসানসোল বর্ধমান শাখায় কমবেশী ১৬ জোড়া ট্রেন চলাচল করত। এছাড়া গড়ে প্রতিদিন সাতশো থেকে আটশো প্রতি ট্রেনে যাত্রী কম ভাড়ায় এই পরিষেবা পেত। কিন্তু করোনা আবহে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অনেক বেশী টাকা দিয়ে স্পেশাল ট্রেনে চাপতে হচ্ছে যাত্রীদের। এদিকে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রুজি রোজগারের সঙ্কটের জ্বালায় ভুগছে হকাররা। এইসব দাবী নিয়ে সোমবার সকালে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখাল সিপিআইএম ও সিআইটিইউ কর্মী সমর্থকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us