New Update
/anm-bengali/media/post_banners/zgrxe7Lne0UmIbnhjz6p.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন ইর্লিং হালান্ড। চলতি প্রিমিয়ার লিগে হালান্ডের অভিষেক হয়েছে। ম্যানচেস্টার সিটির হয়ে ইতিমধ্যে একাধিক হ্যাটট্রিক করে ফেলেছেন। লিগে ইতিমধ্যে ১৪টি করে গোল করেছেন। হালান্ডের পারফরম্যান্স দেখে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে। হালান্ড কিন্তু আসন্ন কাতার বিশ্বকাপে নেই। তিনি নরওয়ের ফুটবলার।
All smiles ahead of tomorrow's game! 🇳🇴 #NationsLeaguepic.twitter.com/rhL6AYxPev
— Erling Haaland (@ErlingHaaland) September 26, 2022