New Update
/anm-bengali/media/post_banners/58IEe0nM1i5tmlSzM0aQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিপুল মাদক চক্রের পর্দাফাঁস করল মুম্বাই অ্যান্টি নারকোটিক্স সেলের ওরলি ইউনিট। এই ইউনিটটি গুজরাটের ভারুচ জেলার অঙ্কলেশ্বর এলাকায় একটি মাদক কারখানার পর্দাফাঁস করেছে। প্রায় ৫১৩ কেজি এমডি ড্রাগ উদ্ধার করেছে। সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া এই মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে ১ হাজার ২৬ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ ৭ অভিযুক্তকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us