হরি ঘোষ, দুর্গাপুরঃ কোকওভেন থানার অন্তর্গত লেনিন সরণিতে তৈরী হয়েছিল শিল্পতালুক। প্রায় ১২ টির মতো কারখানা রয়েছে এই শিল্পতালুকে। শুধু দুর্গাপুর নয়, ভিন রাজ্যের অনেক মানুষ এই শিল্পতালুকে কাজ করে রুটি রুজির নিশ্চিত ঠিকানা বানিয়েছিলেন। গত ৩০তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করে কারখানা কর্তৃপক্ষ। যে বিজ্ঞপ্তিতে কর্মরত শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় প্রাপ্য যে পাওনা গন্ডা আছে তা কয়েক দফায় বুঝে নিয়ে কারখানা ছাড়ার জন্য। এই ঘটনার বিরুদ্ধে পথে নামল বিজেপি।