ভুল টেক্সট করে ফেলেছেন? এডিট করুন ১৫ মিনিটের মধ্যে

দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে বড় আপডেট।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
জমহ্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। দুনিয়া জুড়ে ২২৪ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। শুধু ভারতে হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীর সংখ্যা ৫০ কোটি। সেই হোয়াটসঅ্য়াপে এবার মেসেজ বা বার্তা পাঠানোর পরেও সেটা এডিট করা যাবে। এতদিন হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাঠানো হয়ে গিয়েছে, সেটা এডিট করার কোনও অপশন ছিল না। শুধু ডিলিট করা যায়। তবে এবার থেকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে হলে, তা এডিট করা যাবে।

হয়তো আপনি আপনার কোনও মেসেজে বানান ভুল লিখলেন, বা কিছু লিখতে ভুল গেলেন বা কোনও শব্দ বা বাক্য রাখতে চান না, বা কোনও কিছু যোগ করতে চান। এগুলোর জন্য যে এডিট অপশন থাকতে হয়, তা হোয়াটসঅ্যাপে এসে যাচ্ছে। মেটা-র সিইও  মার্ক জাকারবার্গ একথা জানিয়েছেন। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে এডিট বটনের সুবিধা মিলবে। অ্যাপেলের আই মেসেজে এখন থেকে এটি পাওয়া যাচ্ছে।

টুইটারে এডিট বটন চালুর আগে তা হোয়াটসঅ্যাপে করে ফেললেন  মার্ক জাকারবার্গ। হোয়াটসঅ্যাপে এডিট সিস্টেম রাখার দাবিটা দীর্ঘদিনের।