WASTE

Screenshot 2025-06-30 11.51.20 AM
আঁশটে গন্ধে ঢাকছে এলাকা। হাওয়া দিলে টেকা দায়। বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি রোগীদের সমস্যা। নগর নিগমের বর্জ্যে অতিষ্ঠ পঞ্চায়েতের মানুষ। ক্ষোভে ফুঁসছে জনতা। সরকারটাই গন্ধে ভরে গেছে কটাক্ষে বিজেপি। দ্রুত এই সমস্যার নিরসন হবে দাবি নগর নিগমের।