'বিশ্বকাপে যেন জয় হয়...' জম্মু ও কাশ্মীরে বিশেষ পুজোর ব্যবস্থা
বিশ্বকাপ ফাইনালে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপে ভারতের জয় প্রার্থনা করে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। সারা রাত ধরে চলে এই পুজো।
নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত করতে দেশবাসীদের একাংশ পুজো ও প্রার্থনার ওপর ভরসা করছেন। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ভালো ফর্মে রয়েছে। বিশ্বকাপের একটি ম্যাচেও তারা হারেনি। তবে মানুষের আস্থা যেমন ভারতীয় ক্রিকেট দলের ওপর রয়েছে, তেমনি রয়েছে ঈশ্বরের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের জয়ের জন্য উধমপুরে বিশেষ প্রার্থনা ও পুজোর ব্যবস্থা করা হয়। রাতভোর চলে সেই পুজো।
#WATCH | Jammu and Kashmir: Special prayers and 'hawan' were held in Udhampur for India's victory in the ICC World Cup final match against Australia. (18.11) pic.twitter.com/87ToJqovsq