/anm-bengali/media/media_files/2025/09/07/hockey-team-coach-2025-09-07-21-59-01.jpg)
নিজস্ব সংবাদদাতা: হকি এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দল লিখে দিল সোনালি ইতিহাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ৮ বছর পর ভারত ফের এশিয়ার মুকুট জিতল।
ম্যাচের পর ভারতীয় পুরুষ হকি দলের প্রধান কোচ ক্রেগ ফাল্টন জানালেন দলের সাফল্যের গোপন কথা। তিনি বলেন—“আমি ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত। আজ আমরা খেলার গতি ও নিয়ন্ত্রণ দারুণভাবে ধরে রাখতে পেরেছিলাম। আগের ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে আমরা সুযোগ তৈরি করেও তেমন গোল করতে পারিনি, কিন্তু আজ ফাইনালে চার-চারটি গোল এসেছে। কোরিয়া সবসময়ই কঠিন প্রতিপক্ষ, তারা গভীর ডিফেন্স করে, তাদের ভাঙা সহজ নয়। তবে আমরা ধৈর্য ধরেছি, সুযোগ কাজে লাগিয়েছি আর চার গোলই ফাইনালে জয়ের জন্য যথেষ্ট।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/07/indian-hockey-team-2025-09-07-21-29-43.jpg)
ফাইনালের এই দাপুটে জয় শুধু ট্রফি জেতার আনন্দই নয়, বরং ভারতের জন্য ২০২৬ হকি বিশ্বকাপের যোগ্যতাও নিশ্চিত করল। এই সাফল্যে গোটা দেশ গর্বে ভাসছে।
#WATCH | Rajgir, Bihar | Hockey Asia Cup 2025: India beat defending champion South Korea 4-1 in the final to lift the trophy after 8 years
— ANI (@ANI) September 7, 2025
Indian Men's Hockey Coach Craig Fulton says, "...Super proud of the boys. We controlled the play better, and we were a bit more patient. We… pic.twitter.com/1fIkqFQ8tr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us