/anm-bengali/media/media_files/2025/08/08/virat-kohli-a-2025-08-08-17-03-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের ২৯ জুন, দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি ডানহাতি ব্যাটসম্যান এরপর ২০২৫ সালের ১২ মে ঘোষণা করেন টেস্ট ক্রিকেট থেকেও তাঁর অবসর। তবে ভক্তদের স্বস্তি দিয়ে তিনি জানিয়েছিলেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দেশের জার্সি গায়ে খেলবেন।
কিন্তু ইংল্যান্ডে স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তান—ভামিকা ও আকায়ের সঙ্গে বসবাসরত কোহলির একটি সাম্প্রতিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ছবিতে দেখা যায়, বিরাট হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ালেও তাঁর মুখের সাদা দাড়ি যেন ভক্তদের চোখ এড়ায়নি।
ছবিটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা—শারীরিকভাবে সব ঠিক আছে তো? নাকি সময়ের সঙ্গে আগের চেনা ‘কিং কোহলি’-র চেহারায় এসেছে বদল? কেউ লিখেছেন, “এ যেন হঠাৎ করেই বুড়ো হয়ে গেলেন আমাদের বিরাট!” আবার কেউ মন্তব্য করেছেন, “গ্রে দাড়ি হলেও চার্ম এখনো অটুট।”
Virat Kohli Clicked With Shash Kiran At London Today.📸🤍
— virat_kohli_18_club (@KohliSensation) August 7, 2025
.
.
.#ViratKohlipic.twitter.com/VsqhBd8fnj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us