“আমার ছেলে গোল করেছে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুন”—সুখজিতের মায়ের চোখে খুশির অশ্রু

এশিয়া কাপ ফাইনালে জয়ের পর সুখজিতের পরিবারের আনন্দ উল্লাস।

author-image
Tamalika Chakraborty
New Update
sukhjit mother a

নিজস্ব সংবাদদাতা: হকি এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারত যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ৮ বছর পর শিরোপা জিতল, তখন শুধু মাঠেই নয়, খেলোয়াড়দের বাড়িতেও আনন্দের জোয়ার বইল।

ভারতের জয়ে গোল করে দলের সাফল্যে বড় অবদান রাখেন তরুণ খেলোয়াড় সুখজিত সিংহ। ছেলের এই কৃতিত্বে গর্বে ভরে উঠলেন তাঁর বাবা-মা।

মা কুলদীপ কৌর উচ্ছ্বাসভরা কণ্ঠে বলেন—“আমি ভীষণ খুশি। সুখজিত গোল করেছে, এটা আমাদের জন্য বড় আনন্দ। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। শুধু আমার ছেলে নয়, দলের সব খেলোয়াড়ই অসাধারণ খেলেছে।”

indian hockey team

বাবা অজিত সিংহও নিজের গর্বের কথা লুকালেন না। তিনি বলেন—“আমি খুব খুশি। আমাদের অধিনায়ক হারমানপ্রীত সিংহ অসাধারণ পাস দিয়েছে আর সুখজিত সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে। গোটা ভারতীয় দলই দারুণ খেলেছে। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই।”

সুখজিতের পরিবারের মতোই গোটা দেশ আজ গর্বে ভাসছে এই ঐতিহাসিক জয়ের আনন্দে।