শ্রেয়স আয়ারের জীবনসংকট! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মারাত্মক দুর্ঘটনা, BCCI জানাল বড় আপডেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মারাত্মক চোট পান শ্রেয়স আয়ার। প্লীহা ছিঁড়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ভর্তি ICU–তে। অস্ত্রোপচার ও চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া। BCCI–র অফিসিয়াল আপডেট জানালো তিনি স্থিতিশীল।

author-image
Tamalika Chakraborty
New Update
shereyas

নিজস্ব সংবাদদাতা: অল্পের জন্য বড় বিপদ থেকে ফিরে এলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে–য় ক্যাচ নিতে গিয়ে এমন ভাবে পড়ে যান তিনি যে আঘাতে ছিঁড়ে যায় তাঁর প্লীহা (spleen), শুরু হয় অভ্যন্তরীণ রক্তপাত। কয়েক সেকেন্ডেই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয় আইসিইউতে। ক্রিকেট দুনিয়ায় তখন শ্বাসরোধ করা অপেক্ষা—কি হবে শ্রেয়সের?

চোটটি যে সাধারণ কোনও চোট নয় তা দ্রুতই পরিস্কার হয়ে যায় ডাক্তারদের রিপোর্টে। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিলেন শ্রেয়স। অবিলম্বে করা হয় চিকিৎসা এবং একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে রক্তপাত থামানো হয়। এরপর চলতে থাকে নিবিড় পর্যবেক্ষণ। বলাই যায়, সময়মতো ব্যবস্থা না হলে বিপদ আরও বড় হতে পারত।

অবশেষে স্বস্তির খবর দিল বিসিসিআই। সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, শ্রেয়স আয়ার এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি, চলবে পুনর্বাসন। তবে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

shreyas.jpg

শ্রেয়সের এই দুর্ঘটনা ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের হৃদয়। চোটের খবর পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভরে উঠেছিল শুভেচ্ছা বার্তায়।

ক্রিকেট মাঠে কঠিন মুহূর্ত অনেকবার এসেছে, কিন্তু এই অভিজ্ঞতা যেন আরও একবার মনে করিয়ে দিল—এক সেকেন্ডেই বদলে যেতে পারে সবকিছু। তবে আপাতত স্বস্তি—শ্রেয়স নিরাপদ, সুস্থতার পথে।

টিম ইন্ডিয়া ও ভক্তরা এখন একটাই প্রার্থনা—শিগগিরই ব্যাট হাতে মাঠে ফিরুন শ্রেয়স আয়ার!