আক্রামক ব্যাটিংয়ে ফারহান, আকাশ ছোঁয়ার ছয়—ইন্টারনেটে ভাইরাল ‘গান সেলিব্রেশন’

৫০ রান করার পর ফারহানে গান সেলিব্রেশন ইন্টারনেটে ভাইরাল।

author-image
Tamalika Chakraborty
New Update
gun fire celebration


নিজস্ব সংবাদদাতা : দুবাইয়ে চলমান এশিয়া কাপ ২০২৫ সুপার ৪স ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ভারতকে চমকে দিয়েছেন। ডানহাতি ব্যাটসম্যান ফারহান, দুইবার জীবন পেয়ে , মাত্র ৩৪ বল খেলে অর্ধশতরেখা অতিক্রম করেছেন। পাকিস্তানের ইনিংসের ১০তম ওভারের তৃতীয় বলেই তিনি আকাশ প্যাটেলকে ছয় মারেন এবং ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন।

india pakistan match s

এখন পর্যন্ত ফারহান ৫টি চার এবং ৩টি ছয় মেরেছেন। অর্ধশতরেখা স্পর্শ করার পর তিনি আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেশন করেছেন, যা ‘গান সেলিব্রেশন’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ফারহানের ব্যাটিং পাকিস্তানকে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে এবং ভারত-বিরুদ্ধ ম্যাচটি এখন উত্তেজনার চরমে পৌঁছেছে।