বন্দুক সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ফারহান – “মানুষ কী ভাবে, তাতে আমার কিছু যায় আসে না!”

ব্যাট নিয়ে বন্দুক সেলিব্রেশন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানি ক্রিকেটার।

author-image
Tamalika Chakraborty
New Update
gun fire celeb

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোর ম্যাচে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট হাতে বন্দুক চালানোর মতো সেলিব্রেশনকে ঘিরে।

গত রবিবার, ২১ সেপ্টেম্বর, ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন ফারহান। এরপর তিনি ব্যাটকে বন্দুকের মতো হাতে ধরে ডাগআউটের দিকে তাক করে ফায়ার করার ভঙ্গি করেন। মুহূর্তের মধ্যেই এই অদ্ভুত সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং অনেকে একে প্ররোচনামূলক আচরণ বলে সমালোচনা শুরু করেন।

gun fire celebration

পরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এই বিতর্কিত সেলিব্রেশন নিয়ে মুখ খোলেন ফারহান। তিনি বলেন, “আমি সাধারণত ৫০ রান করলে কোনো বিশেষ সেলিব্রেশন করি না। কিন্তু হঠাৎ করে মাথায় এল যে আজ কিছু আলাদা করি। তাই করে ফেললাম। মানুষ কীভাবে নেবে, তা নিয়ে আমি ভাবি না। আমার কাছে এটা কেবল মুহূর্তের একটি ভাবনা ছিল।”

২৯ বছর বয়সী এই ওপেনার আরও জানান, তিনি চান পাকিস্তান দল সব ম্যাচেই আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। ফারহানের ভাষায়—“শুধু ভারতের বিপক্ষেই নয়, প্রতিটি দলের বিপক্ষেই এমন আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আজকের ম্যাচে প্রথম ১০ ওভারে আমরা যেমন খেলেছি, সেটাই আমাদের চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে আমার ছক্কার সেলিব্রেশন আরও অনেক দেখবেন।”

ফারহানের এই বক্তব্যে বিতর্ক আরও বাড়বে নাকি থামবে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।