/anm-bengali/media/media_files/2025/11/30/rohit-sharma-2025-11-30-21-56-48.png)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে শতরান করার মুহূর্তে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সতীর্থ বিরাট কোহলির ৫২তম ওডিআই শতরানের পর ড্রেসিংরুম থেকে রোহিতের খাঁটি আবেগপূর্ণ প্রতিক্রিয়াই নজর কেড়েছে নেটদুনিয়ায়। মার্কো জানসেনের বল তুলে পয়েন্টের উপর দিয়ে দৃষ্টিনন্দন চার মেরে শতরান পূর্ণ করেন কোহলি। সঙ্গে সঙ্গে গর্জে ওঠে রাঁচির জেএসসিএ স্টেডিয়াম। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে রোহিতের উচ্ছ্বাস, করতালি, মুষ্টিবদ্ধ হাত তুলে উদ্যাপন এবং আনন্দে আবেগঘন মুহূর্ত। ম্যাচের শুরুতেই দু’জনে মিলে গড়ে তোলেন ১৩৬ রানের জুটি, যা ছিল একদিনের ক্রিকেটে তাঁদের ২০তম শতরানের জুটি। এই শতরানের সুবাদে কোহলি ছাপিয়ে যান শচীন তেন্ডুলকরের রেকর্ডও। এক ফরম্যাটে সবচেয়ে বেশি শতরানের তালিকায় কোহলি পৌঁছে যান ৫২-এ, যেখানে সচিনের ছিল ৫১টি। সাম্প্রতিক সময়ে রোহিত ও কোহলিকে ঘিরে নানা আলোচনা চললেও মাঠের ভিতরে দু’জনের সম্পর্ক যে আগের চেয়ে আরও বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ হয়ে উঠেছে, তা এই মুহূর্তেই আরও একবার স্পষ্ট হয়ে গেল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Ah0zvozKsxMqtzXTrI3V.jpg)
What Virat Kohli said with his bat, Rohit Sharma said with his mouth... pic.twitter.com/15eprgKjgx
— Ramesh Srivats (@rameshsrivats) November 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us