নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ শুরুর খানিকটা আগে বিরাট কোহলিকে নিয়ে টুইট করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রচিন রবীন্দ্র। টুইটে তিনি লেখেন, যন্ত্রণা নিয়ে দেশের হয়ে খেলা নিঃসন্দেহে একটা নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ। বিরাট কোহলি সেরার শিরোপা দাবি করেন বলে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মনে করেন।
Playing for your country in pain with cramps, that's the true meaning of selflessness. @imVkohli you are real 👑 Deserve 🏆 pic.twitter.com/Bm9k37s3X0