এশিয়া কাপে হারের পর পাকিস্তান বোর্ডে বড়সড় কেলেঙ্কারি—সাসপেন্ড উচ্চপদস্থ কর্তা

এশিয়া কাপে হারের পর পাকিস্তান বোর্ডের আধিকারিককে সাসপেন্ড বোর্ডের।

author-image
Tamalika Chakraborty
New Update
india pakistan aa

নিজস্ব সংবাদদাতা: ২০২৫ এশিয়া কাপে ভারতের কাছে সাত উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) শুরু হয়েছে বড়সড় অস্থিরতা। পাকিস্তানের গণমাধ্যমে খবর, বোর্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর উসমান ওয়াহলাকে সাসপেন্ড করেছে পিসিবি।

কারণ হিসেবে জানানো হয়েছে—ভারত-পাকিস্তান ম্যাচের পরের “হ্যান্ডশেক বিতর্কে” সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে। সাধারণত যেটা খেলার আনুষ্ঠানিক সৌজন্য, সেটাই মুহূর্তে বড় বিতর্কে পরিণত হয়।

INDIA PAKISTAN

এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষোভ উগরে দিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ—এই পুরো ঘটনায় পাইক্রফটের অবহেলা ও ব্যর্থতাই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভির নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। কারণ মাঠের পরাজয়ের সঙ্গে সঙ্গে এখন প্রশাসনিক পর্যায়েও চাপ বাড়ছে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের ইতিমধ্যেই টানাপোড়েন চলছে, তার মাঝে এই কেলেঙ্কারি নতুন করে আগুনে ঘি ঢেলেছে।