/anm-bengali/media/media_files/2025/09/28/pakistan-aa-2025-09-28-20-53-33.png)
নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ঘটল এক অভিনব ঘটনা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে টসের সময় প্রথমবারের মতো দুই প্রাক্তন খেলোয়াড় মাঠেই সরাসরি সাক্ষাৎকার নিলেন। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী কথা বলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে। অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস আলাপ করেন পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে।
টসের সময় রবি শাস্ত্রীকেই সম্প্রচারকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয় দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলার জন্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/28/asia-cup-final-2025-09-28-19-49-49.png)
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ নিয়ে আপত্তি জানায়। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) কাছে আবেদন করে, যেন একজন নিরপেক্ষ প্রেজেন্টার রাখা হয়। কিন্তু যখন এএসসি এই অনুরোধ নিয়ে বিসিসিআই-এর কাছে যায়, তখন ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দেয়—রবি শাস্ত্রীকে সরানো হবে না। ফলে শেষ পর্যন্ত শাস্ত্রীই দায়িত্ব পালন করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us