/anm-bengali/media/media_files/2025/07/27/itish-kumar-reddy-2025-07-27-22-15-59.jpg)
নিজস্ব সংবাদদাতা: সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি নিয়ে সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। এক প্রতিবেদন দাবি করে, তিনি নাকি SRH থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন এবং নতুন কোনো দলের হয়ে শুরু করতে চান নিজের আইপিএল কেরিয়ার। কিন্তু এইসব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন নীতীশ, জানিয়ে দিলেন – তিনি কোথাও যাচ্ছেন না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/27/nitish-kumar-reddy-2025-07-27-22-16-47.jpg)
এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টে নীতীশ লেখেন, “আমি সাধারণত বাইরের আওয়াজ এড়িয়ে চলি, কিন্তু কিছু বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। SRH-এর সঙ্গে আমার সম্পর্ক বিশ্বাস, সম্মান এবং দীর্ঘদিনের আবেগে গড়ে উঠেছে। আমি সবসময় এই দলের পাশেই থাকব।”
নীতীশ ২০২৩ সালের আইপিএল মিনি-নিলামে SRH-এ যোগ দেন। ২০২৪ মরসুমে তিনি নিয়মিত সুযোগ পান এবং নিজের পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন। ফলত, ২০২৫ আইপিএলের মেগা-নিলামের আগেই তাকে ৬ কোটি টাকায় ধরে রাখে ফ্র্যাঞ্চাইজি।
এই মন্তব্যে কার্যত জল ঢেলে দিলেন সব গুজবে। SRH-এর হয়ে আগামী মরসুমেও নীতীশের দাপট দেখা যাবে বলে নিশ্চিত ভক্তরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us