নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ ফাইনাল শুরু হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে মানুষের উপছে পড়া ভিড়। ভারতীয় ক্রিকেট দলের ওপর দেশবাসীর প্রত্যাশার চাপ বাড়ছে। এই সময় আবেগে ভাসলেন মহম্মদ শামির মা। রবিবার মহম্মদ শামির মা অঞ্জুম আরা বলেন, "ছেলে দেশকে গর্বিত করছে। সর্বশক্তিমান তাঁকে সফল করুন। ছেলে যেন বিশ্বকাপ ঘরে তুলতে পারে..."
#WATCH | Amroha, UP: Ahead of the ICC Cricket World final match, Cricketer Mohammed Shami's mother Anjum Ara says, "He is making the country proud. May the almighty make him successful so that he can bring the World Cup home..." pic.twitter.com/p4PwhFfmkU