১৮ বছরের যন্ত্রণার শেষ রাত্রি—RCB-র জয় মানেই এক আবেগের বিস্ফোরণ! কী বললেন মুখ্যমন্ত্রী

আরসিবির জয়ে আবেগে ভাসলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
rcb and karnataka cm

নিজস্ব সংবাদদাতা: শেষমেশ স্বপ্নটা সত্যি হলো। ২০০৮ সাল থেকে যে ট্রফির জন্য অপেক্ষা, অবশেষে সেটাই নিজেদের করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আইপিএল ২০২৫ ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতে ইতিহাস গড়ল বিরাট কোহলির দল।

virat kohli rcb  q

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঐতিহাসিক জয়ের পর নিজেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আনন্দের সঙ্গে লেখেন, “আরআরআরআর… সিসিসিসি… বিবিবিবিবিবিবি!” তিনি এই জয়কে “ঐতিহাসিক” বলে বর্ণনা করেন এবং পুরো দলের প্রচেষ্টা, একতা ও শৃঙ্খলাকে প্রশংসা করেন।

তিনি টুইটে লেখেন, “আইপিএল ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে কোটি কোটি সমর্থকের স্বপ্ন পূরণ করেছে RCB। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগে অসাধারণ খেলেছে। আজকের দিনটা ইতিহাস হয়ে রইল। এইবার ট্রফি আমাদের।”

বিশেষভাবে মুখ্যমন্ত্রী বিরাট কোহলির নাম তুলে বলেন, “১৮ বছরের সাধনা, নিষ্ঠা আর নিষ্কলুষ কমিটমেন্ট—সবকিছুই আজ পূর্ণতা পেল।”