New Update
/anm-bengali/media/media_files/OcvEDE3wAq80wXC1MlKo.jpg)
নিজস্ব সংবাদদাতা: সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদের বিয়ে শোয়েব মালিকের। এরমধ্যে পাকিস্তানের সাংবাদিক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি দাবি করেছেন, সানিয়া মির্জার সঙ্গে তাঁর কথা হয়েছে। সাংবাদিকদের কাছে সানিয়া মির্জা জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত তাঁদের পুত্র ইজহান। স্কুলে ইজহানকে নানা কটু কথা বলা হচ্ছে। যার জন্য ইজহান স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us