প্রয়াগরাজ-নাগপুরে ভারতের জয় উদযাপনে ব্যানার, আতশবাজি ও জাতীয় পতাকা

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা দেশ।

author-image
Tamalika Chakraborty
New Update
india celebrate


নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজ ও নাগপুরসহ ভারতের বিভিন্ন শহরে ক্রিকেটপ্রেমীরা এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটের জয়ের পর আনন্দ উদযাপন করছেন।

bhishek sharma

ফ্যানরা “হিন্দুস্তান জিন্দাবাদ”, “ভারত মাতার কীর্তি” এবং “বন্দে মাতরম” চিৎকার করে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছেন। প্রয়াগরাজে সমর্থকরা আতশবাজি জ্বালিয়ে আনন্দ প্রকাশ করছেন। নাগপুরে সমর্থকেরা ত্রিবর্ণ পতাকা উড়াচ্ছেন এবং দলকে অভিনন্দন জানাচ্ছেন।

দেশজুড়ে ক্রিকেট জয় উদযাপন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ভারতের Men in Blue-এর এই জয়ে সমর্থকরা দেশপ্রেম ও উচ্ছ্বাস প্রকাশ করছেন।