/anm-bengali/media/media_files/2025/09/14/india-pakistan-aa-2025-09-14-23-53-09.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-এ ম্যাচে রবিবার পাকিস্তানকে হেসেখেলেই হারাল ভারত। ১২৭ রানের লক্ষ্য ২৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে পূরণ করল সূর্যকুমার যাদবরা।
শুরুটা ঝড়ো করে দেন অভিষেক শর্মা। মাত্র ১৩ বলে ৩১ রান করেন তিনি, তাতে ৪টি চার আর ২টি ছক্কা। তবে শুবমান গিল মাত্র ১০ রানে স্টাম্পড হয়ে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা ৫৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। তিলককে সাইম আয়ুব আউট করলেও ভারতকে আর থামানো যায়নি। অধিনায়ক সূর্যকুমার ৩৭ বলে অপরাজিত ৪৭ রান করেন, শিবম দুবের সঙ্গে মিলে সহজেই ম্যাচ জিতিয়ে নেন দলকে।
এর আগে পাকিস্তানের ব্যাটাররা ভারতীয় স্পিন ত্রয়ীর সামনে একেবারে অসহায় হয়ে পড়েন। কুলদীপ যাদবের জাদু (৪ ওভারে ৩/১৮), অক্ষর প্যাটেলের শৃঙ্খলিত বোলিং (৪ ওভারে ২/১৮) আর বরুণ চক্রবর্তীর বুদ্ধিদীপ্ত বোলিং (৪ ওভারে ১/২৪) মিলিয়ে পাক ব্যাটিং ভেঙে চুরমার। তিন স্পিনারই মিলিয়ে দেন ৪০টি ডট বল, তার সঙ্গে বুমরাহর আরও ১৫টি ডট।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
পাকিস্তান যদি ১২৫ রানের গণ্ডি পেরোয়, তার কৃতিত্ব একমাত্র শাহিন শাহ আফ্রিদির (১৬ বলে অপরাজিত ৩৩)। না হলে অবস্থা আরও করুণ হতো।
শুরুতেই হার্দিক পাণ্ডিয়ার বলে সাইম আয়ুব শূন্য রানে আউট হন, ক্যাচ নেন বুমরাহ। এরপর বুমরাহ ফেরান আগের ম্যাচের সেরা রান-স্কোরার মোহাম্মদ হারিসকে (৩)। সাহিবজাদা ফারহান (৪০ বলে ৪৪) কিছুটা লড়াই করলেও ক্রমাগত ডট বলের চাপে তিনিও ভেঙে পড়েন।
স্পষ্ট ছিল—শুধু খারাপ শট নয়, ভারতীয় স্পিনারদের ক্লাস ও টেকনিক সামলানোর ক্ষমতাই নেই পাকিস্তানি ব্যাটারদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us