অস্ট্রেলিয়ার বোলিংয়ে চাপে ভারত

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়ে চাপে ভারত। ভারতীয় ক্রিকেটাররা ঝড়ের গতিতে রান নিতে পারছেন না। ভরসা রাখতে হচ্ছে খুচরো রানের ওপর।

New Update
cricket edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে বেশ চাপে রেখেছে।  বিরাট কোহলি ও কেএল রাহুল ঝড়ের গতিতে রান তুলতে পারছে না। আস্তে আস্তে দৌড়ে সিঙ্গল রান নেওয়ার ওপরেই তাঁদের ভরসা রাখতে হচ্ছে।

edit india final 2.jpg

অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রাহুল, কোহলি, রবীন্দ্র জাদেজা  বিশাল রানের স্কোর এনে দিতে পারছেন না, যা সহজেই ভারতের জয় নিশ্চিত করে। যদিও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শুরুটা দারুন করেছিল। 

edit india final 1.jpg