New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হকির এশিয়া কাপে অবশেষে ফিরল ভারতের মহিমা। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ভারত ২০২৫ সালের এশিয়া কাপ জিতে নিল। দীর্ঘ ৮ বছর পর আবার এই শিরোপা জয় করল ভারতীয় দল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/07/indian-hockey-team-2025-09-07-21-29-43.jpg)
এই জয়ের ফলে শুধু ট্রফিই নয়, ভারত নিশ্চিত করল ২০২৬ সালের এফআইএইচ হকি বিশ্বকাপের টিকিট। ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের দাপুটে পারফরম্যান্সে কোরিয়া একেবারেই অসহায় হয়ে পড়ে। আক্রমণ আর প্রতিরক্ষা—দুই ক্ষেত্রেই দুর্দান্ত ছিল ভারতীয় দল।
স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা ভারতের জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকেই বলছেন, এ যেন ভারতের হকিতে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us