“বিশ্বকাপে যেতে হবে, এশিয়ায় আধিপত্য চাই”—হার্দিক সিংহের লড়াইয়ের মন্ত্রে উজ্জীবিত ভারত

এশিয়া কাপের জয়ের পরে আবেগে ভাসছেন হার্দিক সিংহ।

author-image
Tamalika Chakraborty
New Update
hardik singha

নিজস্ব সংবাদদাতা: হকি এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দল দেখাল ইতিহাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ভারত ৮ বছর পর আবার এশিয়া কাপের ট্রফি জিতল। এই জয়ের সঙ্গে সঙ্গেই নিশ্চিত হলো ভারতের ২০২৬ হকি বিশ্বকাপে খেলার টিকিট।

ম্যাচের পর দলের অন্যতম তারকা খেলোয়াড় হার্দিক সিংহ জানালেন, পুরো টুর্নামেন্টে তাঁদের একটাই লক্ষ্য ছিল—বিশ্বকাপের যোগ্যতা অর্জন আর এশিয়ায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। হার্দিকের ভাষায়—“আমাদের মানসিকতা ছিল পরিষ্কার, আমরা বিশ্বকাপে যেতে চাই আর এশিয়ায় আধিপত্য দেখাতে চাই। শুরু থেকেই জানতাম আমরা যেকোনো দলকে হারাতে পারব। সুপার ফোরে আমাদের ফরোয়ার্ড আর ডিফেন্ডাররা দারুণ খেলেছে। দর্শকরা অসাধারণ সমর্থন দিয়েছেন, মাঠের আবহাওয়াও দারুণ ছিল। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টটা আমাদের জন্য দুর্দান্ত কেটেছে।”

indian hockey team

ভারতের এই সোনালি জয় শুধু ট্রফি নয়, বরং আত্মবিশ্বাসও ফিরিয়ে আনল। সমর্থকরা বিশ্বাস করছেন, এই জয়ের ধারা বিশ্বকাপেও বজায় রাখবে ভারতীয় হকি দল।