এশিয়া কাপে ভারতের জয়ে আমৃতসরে উৎসব! দিলপ্রীত সিংহের বাড়িতে আনন্দের ঢেউ

এশিয়া কাপে হকি জয়ের পরেই দিলপ্রীত সিংয়ের বাড়িতে খুশি উদযাপন করা হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
deelpreet family

নিজস্ব সংবাদদাতা: হকি এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের দুর্দান্ত জয়ে আজ উৎসবের আবহ আমৃতসরে। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ভারত ৮ বছর পর এশিয়া কাপের ট্রফি জিতেছে। আর এই জয়ের নায়কদের মধ্যে একজন হলেন ভারতের তরুণ তারকা খেলোয়াড় দিলপ্রীত সিংহ।

জয়ের খবর ছড়িয়ে পড়তেই দিলপ্রীতের বাড়িতে শুরু হয় উচ্ছ্বাস। পরিবারের সদস্যরা আনন্দে ফেটে পড়েন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা মিষ্টি বিতরণ করে খুশি ভাগ করে নেন। গোটা এলাকায় বাজি ফাটানো, ঢাক-ঢোল বাজানো আর নাচ-গানের মাধ্যমে সেলিব্রেশন চলে রাতভর।

indian hockey team

দিলপ্রীতের বাবা-মা জানিয়েছেন, ছেলের এই কৃতিত্বে তাঁদের মাথা গর্বে উঁচু হয়েছে। তাঁরা আশা করছেন, ভারতীয় দল এবার বিশ্বকাপেও একইভাবে দেশকে গর্বিত করবে।

ভারতের এই ঐতিহাসিক জয়ে শুধু দিলপ্রীতের পরিবার নয়, গোটা দেশই আনন্দে ভাসছে।