দেশের খেলোয়ারদের সমর্থন দিতে আহমেদাবাদে পৌঁছলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

বিশ্বকাপের ফাইনাল দেখতে আহমেদাবাদে পৌঁছলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখবেন।

New Update
edit india final 1.jpg

নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস গুজরাতের আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছেন। ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে সমর্থন দিতে তিনি গুজরাতের আহমেদাবাদে এসেছেন। যদিও তাঁর আহমেদাবাদে পৌঁছনোর বেশ খানিকটা আগেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। বিশ্বকাপের ফাইনালে এখনও পর্যন্ত বেশ খানিকটা স্বস্তিতে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়ে ভারতের ইতিমধ্যে ছয়টা উইকেট পড়ে গিয়েছে।