New Update
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হানায় কমপক্ষে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গোয়েন্দারা এই হামলার সঙ্গে পাক যোগের অনুমান করছেন। যদিও পাকিস্তানের তরফে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী বিবিসিআই-এর কাছে আবেদন করেছেন, ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ একেবারে যেন বন্ধ করে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/2025/04/23/Ce3fVyJTR0j8uTSVQTB3.jpg)
ENOUGH!!!! pic.twitter.com/1fF6XUhgng
— Shreevats goswami (@shreevats1) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us