নিজস্ব সংবাদদাতা: জগদলপুরের ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়ামে বস্তার অলিম্পিকের আয়োজন করছে ছত্তিশগড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ১৫ ডিসেম্বর প্রতিটি জেলা থেকে প্রতিটি বিভাগের সাতটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অষ্টম দল আত্মসমর্পণকারী মাওবাদীদের। বস্তার অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও নকশাল সহিংসতার শিকার।
#WATCH | Jagdalpur | Chhattisgarh Deputy CM Vijay Sharma says, "Bastar Olympics is a call to the youth here to find their place in the world of sports for their talent. Bastar Olympics has been organized with the intention that the youth of Bastar should be famous all over the… https://t.co/JWI0R2Da2Dpic.twitter.com/jb7PoxtGES
— ANI (@ANI) December 14, 2024
এই প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "বস্তার অলিম্পিক হল এখানকার যুবকদের খেলাধুলার জগতে তাদের জায়গা খুঁজে নেওয়ার আহ্বান৷ বস্তার অলিম্পিকের আয়োজন করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যে বস্তরের যুবকরা সারা বিশ্বে বিখ্যাত হোক৷ এবং কেউ যেন 'লাল সন্ত্রাস'-এর দিকে না যায়।" মাওবাদীদের জীবনের মূল ছন্দে ফেরাতে এর আয়োজন করা হয়েছে।
#WATCH | Bastar Olympics is being organized by the Chhattisgarh government in Indira Priyadarshini Stadium, Jagdalpur. Union HM Amit Shah is expected to attend the closing ceremony, today, December 15
— ANI (@ANI) December 14, 2024
Seven teams from every district of the division are participating in the… pic.twitter.com/cZO211fDO8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us