এশিয়া কাপ ট্রফি ফেরত চাইলো ভারত! মোহসিন নকভিকে আইসিসিতে টানার হুঁশিয়ারি

এবার বিসিসিআই পাকিস্তানের কাছ থেকে এশিয়া কাপ ট্রফি ফেরত চাইল।

author-image
Tamalika Chakraborty
New Update
asiacup with naqvi

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল ঘিরে নতুন বিতর্ক। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) বৈঠকে সরাসরি প্রতিবাদ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অভিযোগ, এএসসি চেয়ারম্যান মোহসিন নকভি ফাইনালের পর ভারতের জয়ের প্রতি যথাযথ সম্মান দেখাননি।

সূত্রের খবর, বৈঠকে বিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং প্রাক্তন কোষাধ্যক্ষ আশীষ শেলার। তারা জোর দিয়ে বলেন, নকভিকে অবশ্যই ভারতের জয়ের জন্য অভিনন্দন জানাতে হবে। সেইসঙ্গে দাবি করা হয়েছে, এশিয়া কাপের ট্রফি অবিলম্বে এএসসি-র দুবাই সদর দফতরে জমা দিতে হবে। পাকিস্তানের প্রতিনিধিদের আরও জানানো হয়, প্রয়োজনে এই ইস্যু নিয়ে ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-তেও অভিযোগ তুলতে প্রস্তুত। নভেম্বরেই আইসিসি বৈঠক ডাকা হয়েছে।

aqvi

রাজীব শুক্লা এএসসি বোর্ডে বিসিসিআইয়ের এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবে কাজ করছেন। অন্যদিকে আশীষ শেলার আছেন বিসিসিআইয়ের এক্স-অফিসিও বোর্ড মেম্বার পদে। জানা গেছে, প্রতিবাদ স্বরূপ বৈঠকের মাঝপথেই মিটিং বয়কট করেন আশীষ শেলার।

এই ঘটনায় নতুন করে ভারত-পাক ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন বাড়ল বলেই মনে করা হচ্ছে।