/anm-bengali/media/media_files/2025/09/29/asiacup-with-naqvi-2025-09-29-19-05-00.png)
নিজস্ব সংবাদদাতা: দুবাইয়ে রবিবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও, এক অভূতপূর্ব নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট দুনিয়া। ম্যাচ শেষে ভারতীয় দল ট্রফি নিতে সরাসরি অস্বীকার করল পাকিস্তানের মন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মোহসিন নকভির হাত থেকে।
সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পাকিস্তানকে দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কিন্তু যখন নকভি ট্রফি হাতে মঞ্চে দাঁড়ালেন, তখন ভারতীয়রা একযোগে তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। শেষমেশ নকভিই মঞ্চ ছেড়ে চলে যান এবং ট্রফিও নিয়ে যান। ফলে ভারত ট্রফি ছাড়াই বিজয় উদযাপন করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/29/aqvi-2025-09-29-19-05-20.png)
মোহসিন নকভি শুধু ACC-র প্রধানই নন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরিচিতি মূলত ভারতবিরোধী কট্টর মন্তব্য ও উসকানিমূলক বক্তব্যের জন্য। বহুবার তার মন্তব্য দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us