'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'! নতুন করে বিতর্কে ইউসুফ পাঠান

ভুল বানান লিখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে ইউসুফ পাঠান।

author-image
Tamalika Chakraborty
New Update
yusuf pathan hj.jpg


 নিজস্ব সংবাদদাতা: জ্বলছে মুর্শিদাবাদ।  মুর্শিদাবাদ বিশেষ করে সামসেরগঞ্জ ও ধুলিয়ানের পরিস্থিতি এখনও থমথমে। যদিও এই বিষয়ে বহরমপুরের তৃণমূলের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে কোনও মন্তব্য করতে যায়নি। বরং মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, তিনি মুহূর্ত অনুভব করছেন। তার জেরে নেট দুনিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। তারপরে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাতে গিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ফের একটি পোস্ট করেন। যার জেরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। 
মঙ্গলবার দুপুরে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন,  'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'। সোমবার দুপুর দু’টো থেকে আড়াইটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ক্রিয়েটিভ পোস্ট করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইউসুফ নিজেও হাসিমুখে ধরা দেন ছবিতে।

irfan yusufq1.jpg

তবে বিতর্কের মূল কারণ পোস্টের বাংলা লেখায় একাধিক ভুল বানান ও ভাষাগত ত্রুটি। নেটিজেনদের একাংশ বিষয়টি চোখ এড়ায়নি। ফলত, পোস্টের নিচে শুরু হয় কটাক্ষের বন্যা।

প্রায় দু’ঘণ্টার মধ্যেই পোস্টে রিঅ্যাক্ট করেন প্রায় ১,৪০০ জন। যার মধ্যে ৩০০-রও বেশি মানুষ ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এ পর্যন্ত পোস্টটিতে মন্তব্য করেছেন ২০০-রও বেশি ইউজার। অধিকাংশই খোলাখুলি বিদ্রুপ করেছেন ইউসুফকে। কেউ প্রশ্ন তুলেছেন তাঁর বাংলা ভাষার জ্ঞানের ওপর, কেউ বা তাঁর সাংসদ পদ পাওয়ার যোগ্যতা নিয়েও কটাক্ষ করেছেন।

 

নানা ট্রোল ও মন্তব্যের মাঝে এখনও পর্যন্ত ইউসুফ বা তাঁর টিমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই বিতর্ক ফের সোশ্যাল মিডিয়ায় তারকা সাংসদের ভূমিকা ও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।