/anm-bengali/media/media_files/2025/08/10/cover-1-2025-08-10-16-09-52.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক শ্রেণীর মানুষ বেআইনি ভাবে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। এই সতর্কবার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাউলকুড়ি অঞ্চলের আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। তারা গাছকে ‘ভাই’ মনে করে রাখি বাঁধার মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছে।
রাখি বন্ধন উৎসবের দিন ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করা রঙিন রাখি গাছের ডালে বেঁধে গাছের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মোনালিসা নামের এক ছাত্রী বলেন, “আমরা গাছকে ভাই হিসেবে রাখি পরালাম যাতে সবাই বুঝতে পারে, গাছ কাটার চেয়ে গাছকে রক্ষা করাই আমাদের প্রকৃত দায়িত্ব। পরিবেশে গাছ থাকার কারণে আজ আমরা বেঁচে আছি। তাই আমাদের উচিত গাছের যত্ন নেওয়া।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/10/ach-rakhi-2025-08-10-09-38-56.jpg)
বিদ্যালয়ের পাশে থাকা একাধিক প্রাচীন বটগাছ, অশ্বত্থ এবং খিরিশ গাছে পড়ুয়ারা শঙ্খ বাজিয়ে সিঁদুর পরিয়ে পুজোও করেছে। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে গাছের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের বার্তা আরও দৃঢ় হয়েছে। নিজেদের হাতে তৈরি রাখা গুলোতে সবুজ পরিবেশ রক্ষার প্রতীক তুলে ধরার পাশাপাশি তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রাম-গঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বহু মানুষ গাছের প্রতি এই নতুন শ্রদ্ধার নজির দেখতে পেয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ ধরনের ছোট ছোট পদক্ষেপই সমাজে বড় পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us