/anm-bengali/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-12-pm-2025-08-17-12-14-15.png)
নিজস্ব সংবাদদাতা: কাজ বাড়ছে কিন্তু মজুরি কমছে এই অভিযোগ তুলে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্কার কর্মীদের বিক্ষোভ। সংস্থার আধিকারিকরা শাটার নামাতে গেলে শাটার তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। সাময়িক উত্তেজনা পরিস্থিতি। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংস্থার। কর্মীদের অভিযোগ, ক্রমশ কাজের চাপ বাড়তে। কিন্তু মজুরি কমে যাচ্ছে। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। সেই দাবি করতে গেলে নানা রকম ভাবে হুমকি দিচ্ছে সংস্থার আধিকারিকরা।
/anm-bengali/media/post_attachments/95181202-8ee.png)
সেজন্যই তারা ডেলিভারি বন্ধ রেখে বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনলাইন ডেলিভারি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। সংস্থার স্টোর ম্যানেজার বিকাশ কুমার যাদব বলেন, "অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আগে যা মজুরি পেত এখন সে একই পারছে। কোন মজুরি কমেনি"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us