/anm-bengali/media/media_files/2025/05/29/5iQOpYncYvreagIRhTL7.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি, কান্নায় ভেঙে পড়লেন মা। বুধবার রাতের অন্ধকারে হৈ চৈ কান্ড দুর্গাপুরের ইস্পাত নগরীর বিদ্যাসাগর পল্লীতে। চুরি গেছে প্রায় সোনা, রুপো এবং নগদ মিলিয়ে দেড় থেকে দু'লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।
যা জানা যাচ্ছে, ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামের এক বিধবা মহিলা। তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে। মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন। রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তারপরেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়।
/anm-bengali/media/post_attachments/4d8c4cdb-94c.png)
মধুমিতা পালের অভিযোগ, “আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে। আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে। তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম। সেইসব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল। আমি অন্যান্য দিনের মতো কাজে গেছিলাম। বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা”।
স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন। তারাও মানতে পারছেন না এই চুরির ঘটনা।
আপাতত, পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us