ট্রেন কেন লেট? তুমুল বিক্ষোভ

ব্যস্ত সময়ে ট্রেন আসে না সময়ে। কেন রোজ রোজ দেরি? ক্ষোভে ফুঁসছে যাত্রীরা। তাই নিল এবার বড় পদক্ষেপ। ভোগপুরে রেললাইন অবরোধ। বন্ধ ট্রেন চলাচল। আরো বাড়ল ভোগান্তি।

author-image
Pallabi Sanyal
New Update
েে


নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : ট্রেন লেট! সময়ে চলছে না। এই অভিযোগ তুলে বিক্ষোভ যাত্রীদের। ঘটনাটি ভোগপুরের। যাত্রীদের অভিযোগ সময়ে চলছে না লোকাল ট্রেন আর প্রায়শই লেট হয় লোকাল ট্রেন চলাচলে। আর তারই জেরে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা ভোগপুরের রেলস্টেশনে রেল লাইনের উপর বিক্ষোভ শুরু করে আর সেই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে পড়ল রেল চলাচল। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন। বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন।এখনো চলছে অবরোধ।