/anm-bengali/media/media_files/1000061382.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার বাচড়া মহনপুরে চাঞ্চল্যকর ঘটনা। রিল বানানোর লোভ দেখিয়ে নবম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক জনপ্রিয় ইউটিউবার ও তাঁর অপ্রাপ্তবয়স্ক ছেলের বিরুদ্ধে। কলকাতা পুলিশের সাইবার শাখা দু’জনকেই সোমবার আটক করেছে।
জানা গেছে, অভিযুক্ত ইউটিউবারের নাম অরবিন্দু মন্ডল। ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য এলাকায় তাঁর পরিচিতি ছিল। অভিযোগ, ওই কিশোরীকে তিনি এবং তাঁর ছেলে প্রলুব্ধ করেন যে, তাঁরা রিল বানিয়ে মেয়েটিকে সোশ্যাল মিডিয়া তারকা বানাবেন। সেই বিশ্বাসে কিশোরী বিভিন্ন স্থানে তাঁদের সঙ্গে ভিডিও শুটে যায়।
পুলিশ সূত্রে খবর, এই সুযোগেই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে তাঁরা। শুধু তাই নয়, মেয়েটি পোশাক বদলানোর সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই আপত্তিজনক ছবি ও ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
ধর্ষিতা পরিবারের সদস্যদের জানা যায়, অভিযুক্তদের বাড়ি পাশেই ছিল। প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। মেয়েটির আচরণে পরিবর্তন এলে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন এবং সত্য প্রকাশ্যে আসে। পরিবারের পক্ষ থেকে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ইউটিউবার ও তাঁর নাবালক ছেলেকে গ্রেফতার করে। মোবাইল, ক্যামেরা এবং ল্যাপটপসহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দাবি করেছেন, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর—প্রমাণ ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us