শীত নয়, আসছে ফের বৃষ্টি! অক্টোবরের শেষে ঠান্ডার আশায় জল ঢালছে নিম্নচাপ

সপ্তাহের শেষে নতুন করে রাজ্যে ঘূর্ণাবর্তের সম্ভাবনা।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: ঘুমোতে যাওয়ার সময় হালকা শীতের ছোঁয়া, ভোরে উঠে ফ্যান বন্ধ করে দিচ্ছেন অনেকে। মনে হচ্ছে, বুঝি এ বছর একটু তাড়াতাড়িই নামছে শীত! কিন্তু আবহাওয়া দপ্তর বলছে, এখনই নয় — এই ‘শীতের আমেজ’ আসলে শরতের ভেজা হাওয়া। অক্টোবরের শেষে দক্ষিণবঙ্গে এখনই শীত ঢুকছে না, বরং আবারও ফিরতে চলেছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরব সাগরের আরেকটি নিম্নচাপের সঙ্গে মিশে গিয়ে সিস্টেমটিকে আরও শক্তিশালী করে তুলবে। তবে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। এর প্রভাবে আগামী সপ্তাহে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হবে। এই নতুন সিস্টেমের কারণেই ছট পুজোর সময় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাব পড়বে হিমাচল, উত্তরাখণ্ডের মতো পার্বত্য রাজ্যে। এই ঝঞ্ঝা সপ্তাহান্তে পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে এবং সোমবার থেকে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে বলে জানা গেছে।

rain

কলকাতায় আজকের আবহাওয়া মূলত পরিষ্কার। আজ বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি — সর্বোচ্চ ৯১ শতাংশ পর্যন্ত উঠতে পারে।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর—সব জায়গাতেই আজ আকাশ থাকবে রোদ ঝলমলে। তবে দক্ষিণ ২৪ পরগনায় আজ কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ছট পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়াও পাল্টাতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকেই পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার — এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার বৃষ্টি আরও বাড়বে। তবে সোমবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ, আর ফিরবে শুষ্ক ঠান্ডা হাওয়া।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে দক্ষিণবঙ্গবাসী যখন শীতের জন্য তৈরি হচ্ছেন, তখন প্রকৃতি আবারও খেলতে চলেছে বৃষ্টির ছক। শীতের হাওয়া নয়, ছটের সময়েও ছিটেফোঁটা বৃষ্টি নিয়ে হাজির হচ্ছে নিম্নচাপ!