তিনদিন জারি থাকবে বিপদের সঙ্কেত! পশ্চিমবঙ্গের একধিক জেলাতে জারি করা হল সতর্কতা

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা: উমার বিদায় বেলায় বৃষ্টি ভিজিয়ে দিল গোটা রাজ্যকে। বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ শুক্রবারও একই চিত্র। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশার গোপালপুর উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী তিনদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে।

কলকাতায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা থাকবে খুব বেশি—সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া—সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জারি করেছে কমলা সতর্কতা।

rain

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঘনাচ্ছে বিপদ। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিকিমেও আগামী তিনদিন টানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড়ে ধস নামতে পারে, হড়পা বান আসতে পারে পাহাড়ি নদীতে, যা ভুটান ও সিকিমেও বিপদের পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে বাড়ছে দুর্ভোগ। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের যৌথ প্রভাবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

অর্থাৎ, সারা দেশজুড়েই এখন নিম্নচাপ ও প্রবল বৃষ্টির প্রভাবে একের পর এক বিপদের পূর্বাভাস।